আগষ্ট আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা 

নিজ সংবাদ ॥ বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) কুষ্টিয়া শহরের সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভা শেষে জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে শিল্পীরা গান পরিবেশন করেন। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া শহর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমন। সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান সুমন বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরাশাসক আওয়ামী দুশাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে বিএনপিসহ সমমনা দলগুলো। স্বৈরাচার পতনের গত ১৬ বছরের লড়াইয়ে বিএনপি’র কয়েক হাজার নেতাকর্মী নিহত ও গুমের শিকার হয়েছেন। লক্ষ লক্ষ মানুষের নামে করা হয়েছে মিথ্যা মামলা। তাদের নির্যাতনের হাত থেকে বাদ পড়েনি সাধারণ শিক্ষার্থীরা। অপ্রয়োজনীয় কোঠায় চাকুরি হওয়ার কারণে মেধাবী শিক্ষার্থীরা সরকারি চাকুরি থেকে বঞ্চিত হচ্ছিল।

কোঠার বিরুদ্ধে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তোলেন। এরই ধারাবাহিকতায় জুলাই ও আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন দমাতে চালানো হয় নির্বিচারে গুলি। এক পর্যায়ে এই আন্দোলন গণ আন্দোলনে রূপ নেয়। আন্দোলনে হাজারের অধিক মানুষ নিহত হয়েছেন। কয়েক হাজার মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। নিহত ও আহত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ৫ আগস্ট অর্জিত হয় আমাদের ২য় স্বাধীনতা। এই স্বাধীনতা যেন কোন ভাবেই ভূলুণ্ঠিত না হয়।

Leave a Comment