ইসকন নিষিদ্ধের দাবীতে কুষ্টিয়া জেলা উলামা পরিষদের বিক্ষোভ মিছিল 

নিজ সংবাদ ॥ উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে কুষ্টিয়ায় বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা উলামা পরিষদ। গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শহরের বড় বাজার থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিন করে পাচ রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় ‘জঙ্গি জঙ্গি, ইসকন জঙ্গি’ ‘আমার সোনার বাংলায়, উগ্রবাদের ঠাঁই নাই’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নদভী,

সিনিয়র সহ-সভাপতি মুফতি আবু দাউদ, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল খালেক, কুষ্টিয়া জেলা উলামা পরিষদ নেতা মুফতি আরিফুজ্জামান, আব্দুল হকীম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মী-সমর্থকেরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। ভারতের উসকানি ও মদদে এ ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে। এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেপ্তার করে শহীদ সাইফুল হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে সরকারকে।

সেই ষাথে সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে।’ বক্তারা আরও বলেন, ‘ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসী এ সংগঠনটির লক্ষ্যই হলো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা। বিগত ১৬ বছর ধরে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারে ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। এখন দেশকে তারা হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা অবিলম্বে এ সংগঠনকে নিষিদ্ধের দাবি জানাই।

Leave a Comment