মোঃ ফয়সাল ॥ উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) শহরের বড় বাজার থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিন করে শহীদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকন হলো জঙ্গি, ভারতের সঙ্গী’, ‘ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘ইসকন ইসকন করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, হাফেজ আরিফুজ্জামান, কুষ্টিয়া সদর শাখার সভাপতি মাওলানা বশির, কুষ্টিয়া সদর শাখার সাংগঠনিক সম্পাদক, মাওলানা আবদুল মতিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা শারাফাত হুসাইন, যুব মজলিস নেতা, তরিকুল ইসলাম, সানাউল্লাহ, মুজাহিদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আপনারা জানেন ভারতের মদদপুষ্ট জঙ্গি সংগঠন ইসকন আদালত প্রাঙ্গনে এ্যাডভোকেট সাইফুর রহমান আলিফ কে প্রকাশ্যে গলাকেটে শহিদ করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আবু সাঈদ মুগ্ধদের বিনিময়ে স্বৈরাচারের কবর হয়েছে। শহিদ আলিফের রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে জঙ্গি সংগঠন ইসকনের কবর হবে ইনশাআল্লাহ! আজকের এই বিক্ষোভ মিছিল থেকে যুব মজলিসের নির্দেশনা হলো প্রত্যেক টা পাড়া-মহল্লায় জঙ্গি ইসকনের সদস্যদের তালিকা তৈরি করুন। তাদের যে কোন অপতৎপরতা ও যে কোন সন্দেহ জনক কর্মকাণ্ড সংগঠিত হতে দেখলেই সাথে সাথে প্রশাসন কে খবর দিবেন।
প্রশাসন ভাইদেরকে বলতে চাই, আপনারা যদি এই জঙ্গি সংগঠনকে প্রতিহত করতে ব্যর্থ হোন। বাংলার তাওহিদী জনতা কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে এসে প্রতিহত করবে ইনশাআল্লাহ! ভারত বাংলাদেশ কে নিয়ে যড়যন্ত্র করছে। তারা বাংলাদেশ কে অখন্ড ভারতের অন্তর্ভুক্ত করতে চায়। আমরা বলি তারা দিবা স্বপ্ন দেখছে। এদিকে বঙ্গ-মালয়-খোরাসানের তাওহিদী জনতা ‘গাজওয়ায়ে হিন্দ’ এর স্বপ্ন দেখছে। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। যদি আমাদের জীবদ্দশায় ‘গাজওয়ায়ে হিন্দ’ সংঘটিত হয়। সেই জেহাদে কারা কারা যেতে প্রস্তুত! বক্তারা আরও বলেন, ‘ইসকন একটি জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠন ইসকন কে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে।