কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে মালিক বিহীন হেরোইন উদ্ধার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ লাখ টাকার ভারতীয় হেরোইন উদ্ধার করেছে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে হেরোইন উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। তাতে জানানো হয়,

গতকাল ২৮ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর রেলস্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ১ কেজি ১১৫ গ্রাম ভারতীয় হেরোইন  উদ্ধার করা হয়। এই মাদকের বাজার মূল্য ২২ লাখ ৩০ হাজার টাকা। ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন মিরপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাতে অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ কেজি ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৩০ হাজার টাকা। এ বিষয়ে মিরপুর থানায় জিডি করা হয়েছে।

Leave a Comment