নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় কুষ্টিয়া হাজ্বী শরীয়তুল্লাহ এতিমখানা অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এস. এম. মুহসীন আলী। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মোঃ আবুল হাশেম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর-কুষ্টিয়া অঞ্চলের অঞ্চল পরিচালক মোঃ আক্তারুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা শাহজাহান আলী মোল্লা, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ আব্দুল গফুর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ আফজাল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারি অঞ্চল পরিচালক অধ্যাপক মাওলানা মশিউর রহমান,
কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ ইমরান হোসাইন ও কুষ্টিয়া শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোঃ সেলিম রেজা প্রমুখ। এ সময় কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের মধ্যে মোঃ আলতাফ হোসেন আলকা, মোঃ হাসান রুহানী সুমন, মোঃ মমতাজ আলী ও মোঃ আব্দুল কুদ্দুসসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে গড়াই শিল্পী গোষ্ঠী, হিল্লোল সাহিত্য সাংস্কৃতি সংসদ এবং কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিকল্পনা, প্রশিক্ষণ ও আইটি সম্পাদক সহ সভাপতি মোঃ হাসান রুহানী সুমন ইসলামী সংগীত পরিবেশন করেন। পরে দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহঃ সভাপতি ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ মমতাজ আলী। সম্মেলনে এসএম মহসীন আলীকে সভাপতি, সাধারন সম্পাদক মোঃ খায়রুল ইসলাম এবং মেহেদী হাসান মুকুলকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি ঘোষনা করা হয়।