আশিক ইসলাম ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আল্লারদর্গা সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্যোগে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৫ টার সময় উপজেলার আল্লারদর্গা বাজারের বয়েন মার্কেটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আল্লারদর্গা সাংগঠনিক ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল্লাহ হোসেনের সভাপতিত্বে দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৌলতপুর উপজেলার উত্তর শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর জামায়াতে ইসলামের আল্লারদর্গা সাংগঠনিক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নসিব উদ্দীন, জামায়াতে ছাত্রশিবির দৌলতপুর উপজেলা শাখার সেক্রেটারি মাহামুদুল হাসান রিয়াদসহ শাহাবুল ইসলাম, ফজলুল করিম মাষ্টার প্রমুখ। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা নেতা হতে চাই না আমরা জনগণের সেবক হতে চাই। বাংলাদেশ জামায়ত ইসলামী একটি শান্তির ও সুসংগঠিত সংগঠন। আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে এখানে এক টাকারও দূর্ণীতি হবে না। নিজামী সাহেবের অধীনে থাকা দুই মন্ত্রণালয়ে আপনারা এর প্রমাণ পেয়েছেন।