ভারতের অভ্যন্তরে আটককৃত দৌলতপুরের যুবককে বিজিবি’র নিকট হস্তান্তর

নিজ সংবাদ ॥ ভারতের অভ্যন্তরে আটককৃত দৌলতপুরের যুবককে বিজিবি’র নিকট হস্তান্তর করেছে বিএসএফ। হস্তান্তরকৃত যুবকের নাম মোঃ লিটন (৩০)। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর (কেরানীপাড়া) গ্রামের তেগল প্রামাণিকের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৩০ অক্টোবর) দুপুর আনুমানিক ২ টা ২০ মিনিটের সময় চল্লিশপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/১৩-আর হতে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর বাউশমারী ক্যাম্পের টহল দল অবৈধ পারাপারের দায়ে লিটনকে আটক করে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ।

এরপর সংশ্লিষ্ট বাংলাদেশী নাগরিককে ফেরত আনার জন্য বিজিবি’র আহবানে গতকাল বুধবার দুপুর ৩টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত সীমান্ত পিলার ১৫৭ এমপি এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর নিউ উদয়া কোম্পানী কমান্ডার কর্তৃক বিজিবি মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার এর নিকট আটককৃত বাংলাদেশী নাগরিক’কে ফেরত প্রদান করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে বাংলাদেশী নাগরিক লিটনকে দৌলতপুর থানায় করা হযেছে।

Leave a Comment