নিজ সংবাদ ॥ মহান বিজয় দিবস ২০২৪ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল দশটা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত। প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার, কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিন, কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমীর আব্দুল গফুর, অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকারের উপপরিচালক (অঃদা) মো. জাহাঙ্গীর, বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ানের (ব্যাটালিয়ান-৪৭) সিইও লেফেনেন্ট কর্নেল মো. মাহাবুব মোর্শেদ রহমান,
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা ও রেভিনিউ মুন্সিখানা শাখা) খাদিজা আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিসিয়াল মুন্সিখানা, গোপনীয় শাখা, স্থানীয় সরকার এবং প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা) মো. মহসীন উদ্দীন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ শাখা এবং প্রবাসী কল্যাণ শাখা) আদিত্য পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম শাখা, শিক্ষা শাখা ও ই-সেবা কেন্দ্র) সৈয়দা আফিয়া মাসুমা, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী,
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলু, বিএডিসি (বীজ) এর উপপরিচালক মো. আবদুর রহমান, কুষ্টিয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস, কুষ্টিয়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল লতিফ সেখ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. হেলালউজজামান এবং কুষ্টিয়া জেলা শিল্পকলার কালচারাল অফিসার সুজন রহমান সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা আসন্ন ১৬ই ডিসেম্বরে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে তাদের প্রস্তুতি এবং কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, সবার আন্তরিক সহযোগিতায় মহান বিজয় দিবসের অনুষ্ঠান সুন্দর ও শান্তিপূর্ণভাবে করতে চাই। তিনি আরও বলেন, প্রতি বছরের ন্যায় এবারও যথাযথভাবে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানমালার মধ্যে থাকছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। রাত ১২টা এক মিনিটে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কার্যক্রম শুরু হবে। এছাড়াও ওই দিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৬টা ৩৯ মিনিটে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও ডিসি কোর্ট চত্বরে দিনব্যাপী লোকজ মেলার আয়োজনের পাশাপাশি নানা কর্মসূচি পালন করা হবে।