ভেড়ামারা প্রতিনিধি ॥ দেশমাতা বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান সহ দেশের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহারের দাবিতে জনসভা করেছে ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর)। জাতীয় পার্টি (কাজী জাফর) ভেড়ামারা উপজেলা শাখার আয়োজনে গতকাল বুধবার (৩০অক্টোবর) বিকাল ৩টায় ভেড়ামারা শাপলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।এসময় তিনি বলেন-দেশ এখনো বিপদমুক্ত হয় নাই,তাই জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে।সরকারের মধ্যে হাসিনার লোক এখনো ঘাপটি মেরে বসে আছে,তাই আমাদের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করা যাবেনা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব ও সাবেক সাংসদ (কুষ্টিয়া-২) আহসান হাবিব লিংকন।তিনি তার বক্তব্যে বলেন-আমার রাজনৈতিক জীবনকে শেখ হাসিনা ধ্বংস করে দিতে চেয়েছিলো,কিন্তু পারে নাই।
নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে হাসিনা সরকার আমাকে ৪ বছরের সাজা দিয়েছিলো।বাংলাদেশের ১লক্ষ ৭০ হাজার মানুষকে গায়েবী মিথ্যা মামলা দিয়েছে শেখ হাসিনা।দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। দেশমাতা বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এনামুল হুদা,ভাষানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান,ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহবায়ক হান্নান আহম্মদ খান বাবলু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শরীফ,যুগ্ম মহাসচিব কাজী নজরুল ইসলাম, কুষ্টিয়া জেলা সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু। ভেড়ামারা উপজেলা সভাপতি এম এ আলম চাঁদ মন্ডলের সভাপতিত্বে ও ভেড়ামারা উপজেলা সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা সাধারন সম্পাদক আজমত আলী,মিরপুর উপজেলা সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক শাহাবুল ইসলাম, ভেড়ামারা উপজেলা শাখা, ছাত্রনেতা রাতুল ইসলাম ঝন্টু, ডঃ রিফাজ উদ্দিন,বাউল ফারুক, অন্জন খন্দকার, প্রমুখ।