প্রকাশ: ১৪ই জানুয়ারি ২০২৫ পূর্বাহ্ণ ১১:২০
বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী সরকারের শাসনামলের মাত্র চার বছরে ২৪৮ কোটি টাকার সরকারি প্রকল্পে নয়-ছয়ের অভিযোগসহ সিন্ডিকেট করে শত শত কোটি টাকার টেন্ডার বাণিজ্যসহ আছে নানা অভিযোগ। কুষ্টিয়া বিএডিসি অফিসে দুদক অভিযান চালিয়েছে। তবে অভিযানের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ কয়েকজন কৌশলে সটকে পড়েন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে ৪ সদস্যের টিম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি সেচ প্রকল্পের কার্যালয়ে অভিযানে যান। তবে অভিযানের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় এ সময় প্রকল্প পরিচালকসহ ও সংশ্লিষ্ট কয়েকজন কৌশলে সটকে পড়েন। পরে দুদক টিম প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন এবং সরেজমিন বাস্তবায়িত প্রকল্পের অস্তিত্ব খুঁজে বের করার জন্য প্রকল্প এলাকায় যান।
এসময় দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল সাংবাদিকদের বলেন, (কুষ্টিয়া মেহেরপুর ও চুয়াডাঙ্গা এই তিন জেলার) ২৪৮ কোটি টাকা ব্যয়ে মুজিব নগর সমন্বিত সেচ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিপুল পরিমাণ সরকারি টাকা আত্মসাৎ বা তছরূপসহ সিন্ডিকেট করে টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকা ভাগ বাটোয়ারা ছাড়াও নানা অভিযোগের প্রেক্ষিতে তদন্তে এসেছিলাম। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত না থাকায় তাদের কাছে তদন্ত প্রাসঙ্গিক প্রয়োজনীয় নথিপত্র দাখিলের অনুরোধ করেছি। সেই সঙ্গে কুষ্টিয়া সদর উপজেলার অধীনে বাস্তবায়িত কয়েকটি প্রকল্প এলাকায় সরেজমিন তদন্তের সিদ্ধান্ত নিয়েছি। অভিযোগ বিষয়ে তদন্তে সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রকল্প পরিচালকের যোগসাজশে নিজেদের পছন্দমতো ঠিকাদার দিয়ে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার পলাতক কয়েকজন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের কারসাজিতে রাষ্ট্রের এই টাকা আত্মসাৎ করা হয়েছে।
প্রকল্প সূত্রে জানা যায়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে অতি উর্বর মাটির জেলা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলকে বিশেষ বিবেচনায় নেওয়া হয়। এই অঞ্চলের প্রায় সাড়ে ২১ হাজার হেক্টর কৃষি জমিতে নিষ্কাশন সুবিধাসহ সেচ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প গ্রহণ করে বিএডিসি। এতে সুবিধা সৃষ্ট জমিতে প্রতি বছর ৫১ হাজার মেট্রিক টন ধান, গম ও ভুট্টাসহ খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যে গৃহীত হয় প্রকল্পটি। ২৪৮ কোটি ৪৩ লাখ টাকার প্রাক্কলন ব্যয় ও ৫ বছর বাস্তবায়নকাল ধরে অনুমোদন লাভ করে ‘মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প’। প্রকল্প বাস্তবায়নের খাতগুলির মধ্যে রয়েছে- ১৩০টি সৌরচালিত ডাগওয়েল নির্মাণ যার প্রতিটি নির্মাণ ব্যয় ১২ লাখ টাকা, ১৮০ কিলোমিটার খাল পুনঃখনন যার প্রতি কিলোমিটার খাল খনন ব্যয় ৯ লাখ টাকা, ২৫৫টি পাম্প হাউজ নির্মাণ যার প্রতিটির নির্মাণ ব্যয় ১৫ লাখ টাকা, ৯৫টি ২ কিউসেক ফোর্সমোড পাম্পসেট স্থাপন যার প্রতিটির ব্যয় ১৫ লাখ টাকা, ৫ কিউসেক সোলার পাম্প ২৫টি যার প্রতিটির নির্মাণ ব্যয় ১৫ লাখ টাকা, ১৫টি বড় আকারের সেচ অবকাঠামো যার প্রতিটি নির্মাণ ব্যয় ৪০ লাখ টাকা, ১২০টি মাঝারি আকারের সেচ অবকাঠামো যার প্রতিটি নির্মাণ ব্যয় ২৫ লাখ টাকা, ৩০০টি ছোট আকারের সেচ অবকাঠামো যার প্রতিটি নির্মাণ ব্যয় সাড়ে সাত লাখ টাকা এবং ২১৫টি বিদ্যুৎ লাইন নির্মাণ যার প্রতিটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫ লাখ টাকা।
এভাবে মোট ১১টি খাতের উন্নয়ন প্রকল্পাংশ বাস্তবায়নে সরকারি ব্যয় ধরা হয়েছে ২৪৮ কোটি ৪৩ লাখ টাকা। কিন্তু গুরুত্বপূর্ণ এই উন্নয়ন প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়নে টেন্ডার সিন্ডিকেটসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বরাদ্দকৃত টাকা কাগজে বিল ভাউচারের মাধ্যমে আত্মসাৎ ও হরিলুটের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২০২৪-২৫ চলতি অর্থ বছরে প্রকল্পের বাকি অংশের বাস্তবায়নে ৫৬ কোটি টাকা ব্যয়ের স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করার দাবিতে প্রকল্প কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন সংশ্লিষ্ট ঠিকাদারগণ। একইভাবে দুদকে প্রেরিত একাধিক লিখিত দরখাস্তে এই প্রকল্পের টাকা আত্মসাৎ ও হরিলুটের বিষয়ে উল্লেখ করা হয়েছে- প্রকল্প পরিচালকের যোগসাজশে ঠিকাদার প্রতিষ্ঠান একই কাজ দুইবার বা তিনবার দেখিয়ে ভুয়া বিল ভাউচার করে কাগজে কলমে প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে ওই খাতের টাকা তুলে নিয়েছেন। প্রকল্প পরিচালকের মনোনীত ঠিকাদারের সঙ্গে যুক্ত হয়ে ভুয়া কোটেশনে কাজ দেখিয়ে তার বিল ভাউচার করে টাকা আত্মসাৎ করা হয়েছে।
কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলে স্থাপনকৃত ২ শতাধিক সেচ প্লান্টের জন্য চাষিদের কাছ থেকে প্রতিটি প্লান্ট বাবদ ৫ লাখ টাকা ঘুষ গ্রহণেরও অভিযোগ উঠেছে। প্রকল্প পরিচালক প্রতিটি কাজ পাইয়ে দেওয়ার জন্য মনোনীত ঠিকাদারের কাছ থেকে মোট প্রকল্প ব্যয়ের ৫ ভাগ কমিশন গ্রহণের অভিযোগ রয়েছে। কাজ না করে ভুয়া বিল ভাউচারের টাকা উত্তোলনে প্রকল্প পরিচালক নেন ৪০ ভাগ এবং ঠিকাদার নেন ৬০ ভাগ। প্রকল্পের ডিপিপির ড্রয়িং ডিজাইন অনুযায়ী নির্ধারিত মাপের ছোট, মাঝারি ও বড় সাইজের সেচ অবকাঠামো নির্মাণ করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। অভিযোগ রয়েছে, মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের বরাদ্দ টাকার সিংহভাগই অনিয়ম দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। অনিয়মকে নিয়ম বানিয়ে সরকারি বরাদ্দের এসব টাকা তছরুপ করা হয়েছে। চার বছরে প্রকল্পটির খাতা-কলমে অগ্রগতি ৭৫ ভাগ হলেও মাঠ পর্যায়ে তার অস্তিত্ব নেই। ২০২০-২০২১ অর্থবছরে ২৪৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কার্যক্রম শুরু হয়ে ইতোমধ্যে ১৯২ কোটি টাকা খরচ হয়ে গেছে।
প্রকল্পটির বিরুদ্ধে সরকারি টাকা নয়-ছয় এবং মাঠ পর্যায়ে কাজের অস্তিত্ব না থাকায় দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানের জন্য একাধিক অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও কাজ শেষে ঠিকাদার বিল নেওয়ার পূর্বে প্রকল্প পরিচালক (২ শতাংশ), সহকারী প্রকৌশলী (১ শতাংশ), সাইট অফিসার (২ শতাংশ) ও হিসাব সহকারী (১ শতাংশ) হারে কমিশন প্রদান বাধ্যতামূলক। জানা গেছে, মুজিব নগর সেচ উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ও বর্তমান প্রকল্প পরিচালক আলী আশরাফ ছাড়াও এই প্রকল্পের প্রথম পরিচালক নুরুল ইসলাম ও দ্বিতীয় পরিচালক মাহাবুব আলমসহ সংশ্লিষ্ট বেশ কয়েকজনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উত্থাপন করা হয়েছে এসব আবেদন পত্রে। এ বিষয়ে বিএডিসির প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আলি আশরাফ বলেন, আজকে উনারা আসবেন সেটা জানা ছিলো না। বাস্তবায়নাধীন প্রকল্প এলাকায় তদারকিতে গিয়েছিলাম। তবে সেল ফোনে দুদক কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের চাহিদা অনুযায়ী নথিপত্র দুই একদিনের মধ্যেই তাদের সরবরাহ করা হয়। অনিয়ম দুর্নীতির বিষয়টিও তিনি অস্বীকার করেন।
খবরওয়ালা অনলাইন ডেস্ক: অবৈধ অভিবাসী উচ্ছেদে মালয়েশিয়ায় চলছে সাঁড়াশি অভিযান। চলমান এ অভিযানে গত তিন দ...
খবরওয়ালা অনলাইন ডেস্ক:জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবে...
খবরওয়ালা অনলাইন ডেস্ক : কয়েক বছর ধরে প্রেমের গুঞ্জনের পর এবার বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন।...
খবরওয়ালা অনলাইন ডেস্ক: জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্...
খবরওয়ালা অনলাইন ডেস্ক: গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে...
খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এক...
খবরওয়ালা অনলাইন ডেস্ক: উত্তরার রাস্তায় এক দম্পতির ওপর দুজন ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলার ঘটনা ঘট...
খবরওয়ালা মফস্বল ডেস্ক: যাত্রী বেশে উঠে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭...
খবরওয়ালা অনলাইন ডেস্ক: জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাব...
খবরওয়ালা অনলাইন ডেস্ক: চারুকলার জয়নুল উৎসব ও বার্ষিক প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথি হিস...
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ নবম স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইন...
খবরওয়ালা অনলাইন ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্র...