প্রকাশ: ২২শে মে ২০২৪ অপরাহ্ণ ০১:০৯
নিজ সংবাদ ॥ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার ৪ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে কুমারখালীতে আব্দুল মান্নান খান, মিরপুরে এ্যাডঃ আব্দুল হালিম, দৌলতপুরে টোকেন চৌধুরী ও ভেড়ামারায় বিনাপ্রতিদ্বন্দীতায় আবু হেনা মস্তোফা কামাল চেয়ারম্যান নির্বাচিত ।
৪ উপজেলায় ৪৪ ইউনিয়নের ৪১৯টি কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ৩০৬০টি। মোট ভোটার ১১ লক্ষ ৩২ হাজার ১৩৬ জন। এরমধ্যে পুরুষ ৫ লক্ষ ৭০ হাজার ৬৬৪ জন এবং মহিলা ভোটার ৫ লক্ষ ৬১ হাজার ৪৬৬জন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে এবং বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলেছে। সকাল ৮টার পর নির্বাচনে জেলার ৪ উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে ভোট গ্রহনের দিনভর ভোট কেন্দ্রগুলোর অধিকাংশই ছিলো ভোটার শুন্য।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম (দোয়াত কলম) মার্কা প্রতিকে ৭১ হাজার ৫শ ১৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা কামাল হোসেন (আনারস) মার্কা প্রতিকে ২৫ হাজার ৩শ ৪০ ভোট পেয়েছেন। কুমারখালী উপজেলায় আওয়ামী লীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্না খাঁন (আনারস) মার্কা প্রতিকে ৬০ হাজার ৯শ ১০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোরশেদ পিটার (মোটরসাইকেল) প্রতিকে ৪২ হাজার ২শ ৭৯ ভোট পেয়েছেন।
দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোট ভাই বুলবুল আহম্মেদ চৌধুরী টোকেন (আনারস) প্রতিকে ১ লাখ ৩ হাজার ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান (ঘোড়া) মার্কা প্রতিকে ৩হাজার ৩শ ভোট পেয়েছেন। এছাড়া ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আবু হেনা মস্তোফা কামাল মুকুল।
মিরপুর উপজেলায় চেয়ারম্যান বিজয়ী হওয়ার সংবাদে উপজেলা পরিষদের নবাগত এই চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানান কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ২য় ধাপে কুষ্টিয়া মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন কুষ্টিয়া মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার বিবি করিমুন্নেছা। এসময় উপজেলার নির্বাচনী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মিরপুরে ভাইস চেয়ারম্যান পদে আবুল কাশেম জোয়ার্দ্দার তালা প্রতীকে ৪৫হাজার ৯শত ১৩ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মাসুদুর রহমান টিউবওয়েল প্রতীকে ২৮হাজার ৩শত ২৪ভোট পেয়ে পরাজিত হয়েছেন, সোহাগ আহম্মেদ উড়োজাহাজ প্রতীকে ৫হাজর ৩শত ৮১ভোট ও শাকিলুর রহমান টিয়া পাখি প্রতীকে ১৭হাজার ৩শত ৪৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মর্জিনা খাতুন হাস প্রতীকে ৫৪হাজার ৯শত ৪৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী অ্যাড. মর্জিনা খাতুন কলস প্রতীকে ৪০হাজার ৯শত ৯৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, আনসার এবং স্টাকিং ফোর্স হিসেবে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র্যাব টহল মোতায়েন ছিল।
আরও দেখুন:
খবরওয়ালা অনলাইন ডেস্ক: অবৈধ অভিবাসী উচ্ছেদে মালয়েশিয়ায় চলছে সাঁড়াশি অভিযান। চলমান এ অভিযানে গত তিন দ...
খবরওয়ালা অনলাইন ডেস্ক:জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবে...
খবরওয়ালা অনলাইন ডেস্ক : কয়েক বছর ধরে প্রেমের গুঞ্জনের পর এবার বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন।...
খবরওয়ালা অনলাইন ডেস্ক: জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্...
খবরওয়ালা অনলাইন ডেস্ক: গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে...
খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এক...
খবরওয়ালা অনলাইন ডেস্ক: উত্তরার রাস্তায় এক দম্পতির ওপর দুজন ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলার ঘটনা ঘট...
খবরওয়ালা মফস্বল ডেস্ক: যাত্রী বেশে উঠে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭...
খবরওয়ালা অনলাইন ডেস্ক: জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাব...
খবরওয়ালা অনলাইন ডেস্ক: চারুকলার জয়নুল উৎসব ও বার্ষিক প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথি হিস...
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ নবম স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইন...
খবরওয়ালা অনলাইন ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্র...