প্রকাশ: ১৩ই মে ২০২৪ অপরাহ্ণ ০২:৫৮
কুমারখালী প্রতিনিধি ॥বাড়ি থেকে ভ্যান চুরি, আয়ের পথ হারিয়ে দিশাহারা পরিবারটি, ভ্যান চুরি হওয়ায় রোজগার বন্ধ হয়ে গেছে লুৎফর রহমান ও রোকেয়া খাতুন দম্পতির। গতকাল রোববার (১২মে) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জোতমোড়া গ্রামে ভ্যান চুরি হওয়ায় রোজগার বন্ধ হয়ে গেছে লুৎফর রহমান ও রোকেয়া খাতুন দম্পতির। আমার তো ব্যাটাপুত (ছেলে) নাই। একটা ভ্যান ছিল কাটকুট করে চলতাম। সংসারে একটা মেয়ে আছে তিন বছর আগে ছাড়া দিছে (ডিভোর্স)। একটা নাতি ছোয়াল আছে। ভ্যানটাও চুরি হইয়া গেছে। আমার এখন চলার মতো কোনো পরিস্থিতি নাই। এখন আমরা কীভাবে চলব? কথাগুলো বলছিলেন রোকেয়া খাতুন (৫৫)।
তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের ভ্যানচালক লুৎফর রহমানের স্ত্রী। গত শুক্রবার রাতে তাঁদের সংসারের একমাত্র উপার্জনের মাধ্যম ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন তাঁরা। লুৎফর রহমানের (লতিফ) বয়স ৮৪ বছর। বয়সের ভারে নুইয়ে পড়েছেন তিনি। ছেলে নেই। ভ্যান চালিয়ে চারজনের সংসার চালাতেন তিনি। গত শুক্রবার রাতের কোনো এক সময় নিজের বাড়ি থেকে তাঁর ভ্যানটি চুরি হয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তিনি ভ্যানের সন্ধান পাননি। গত শনিবার তিনি কুমারখালী থানায় একটি লিখিত দেন। জরাজীর্ণ চারচালা দুই কক্ষের টিনশেড ঘরে স্ত্রী, মেয়ে-নাতিকে নিয়ে থাকেন লুৎফর রহমান।
ঘরের চালা ও বেড়ার টিনে ছিদ্র। নেই দরজা-জানালাও। প্রায় ৮ বছর আগে লোকজনের আর্থিক সহায়তায় প্রায় ৫০ হাজার টাকা দিয়ে উপার্জনের একমাত্র ভ্যানটি কিনেছিলেন লুৎফর রহমান। গতকাল রোববার দুপুরে গিয়ে দেখা যায়, টিনশেড ঘরের চালা ও বেড়ায় অসংখ্য ছিদ্র। একটি কক্ষে দরজা-জানালা নেই। ঘরের সামনে ভ্যান রাখার স্থান। সেখানে ভ্যানটি নেই। তবে চার্জারটি পড়ে আছে। আর ঘরের বারান্দায় বসে আছেন লুৎফর রহমান ও তাঁর স্ত্রী রোকেয়া খাতুন। লুৎফর রহমান জানান, সেদিন ফজরের নামাজ পড়তে উঠে দেখি ভ্যানটি নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যান না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। তাঁর ভাষ্য, বয়স হয়েছে।
ছেলে না থাকায় ভ্যান চালিয়ে সংসার চালান তিনি। সেই ভ্যানটিও চুরি হয়েছে। নতুন একটি ভ্যান কেনার জন্য সবার সহযোগিতা চান তিনি। প্রতিবেশী সাহেব আলী জানান, লতিফ গরিব ও অসহায়। ভ্যানটি হারিয়ে পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছেন লতিফ। যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ভ্যানচালক লতিফ জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সেও ভ্যান চালান। ভ্যানটি চুরি হওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছে পরিবারটি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ভ্যান চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। ভ্যানটি উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।
আরও দেখুন:
নিজ সংবাদ ॥ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার ৪ উপজেলায় উপজেলা পরিষ...
আমরা ত্রাণ চাই না-দ্রুত বাঁধ চাই রঞ্জুউর রহমান ॥ গতকাল বছর একনেকে পাস হওয়া কুষ্টিয়ার মিরপুর উপজেলার...
ভাঙচুর ও লুটপাট মামলায় হাসিব খা’সহ গ্রেফতার৩ নিজ সংবাদ ॥ নানা অপকর্মের হোতা কুষ্টিয়া শহরের চর...
রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষথেকে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম এর আওত...
নিজ সংবাদ ॥ একটি জেলার সংস্কৃতি শিল্প’র বিকাশ ঘটাতে শিল্পকলা একাডেমির গুরুত্ব অপরিসীম। কিন্তু কুষ্টি...
নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সুজন রহমানের বিরুদ্ধে যেকোন সরকারি অনুষ্...
নিজ সংবাদ ॥কুষ্টিয়া জেলা কালচারাল অফিসারের স্বেচ্ছাচারিতায় ডুবতে বসেছে জেলার শিল্প-সংস্কৃতি, কুষ্টিয়...
ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া ভেড়ামারার মোকাররমপুর ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার শরিফুল ইসলামের ঘুষ...
দৌলতপুর প্রতিনিধি ॥ নাব্যতা সংকটে বন্ধের পথে বিএডিসির সেচ প্রকল্প, কুষ্টিয়ার দৌলতপুরে মাথা ভাঙ্গা নদ...
যেকোন সরকারি অনুষ্ঠানে নিজ সংগঠনের শিল্পীদের অধিক প্রাধান্য সুজন কুষ্টিয়াতেই রয়েছেন প্রায় এক যুগ ধ...
রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় শত শত বিঘা জমিতে চাষ হচ্ছে বিষাক্ত তামাক, আমরা এতোদিন শুনেছি,মুক্ত পাখিকে...
নিজ সংবাদ ॥ বয়স ৩৫ বছর। দুই সন্তানের জনক। নবগঠিত দৌলতপুর উপজেলা ছাত্রলীগের ঘোষিত কমিটিতে সোহেল রানা...